
মিরপুর, ২৪ অক্টোবর : বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেড় বছর পর একদিনের সিরিজ জিতল। বৃহস্পতিবার মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটে-বলে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৭৯ রানে হারিয়ে দিল বাংলাদেশ। মিরপুরে বৃহস্পতিবার বাংলাদেশের দেওয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করে মাত্র ১১৭ রান। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়ার পথে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। আর ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। ব্যাট হাতে বাংলাদেশকে জেতানোর নায়ক ছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। সৌম্য ৯১ আর সাইফ ৮০ রানের ইনিংস খেলেছেন। এদিকে তিন ম্যাচের এই সিরিজে ১২ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন রিশাদ। শেষ ম্যাচে ৯১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সৌম্য।
