Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Game

3 hours ago

Virat Kohli: ফের অবসরের জল্পনা: অ্যাডিলেডে ভক্তদের 'থ্যাঙ্ক ইউ', ওয়ানডে শেষ বিরাটের?

Virat Kohli
Virat Kohli

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ায় নামলেও, চেনা ছন্দে নেই বিরাট কোহলি। পরপর দুই ম্যাচে শূন্য করার পর অ্যাডিলেড ওভালে আউট হতেই রোহিত শর্মার পদক্ষেপ কিং কোহলির ওয়ানডে (ODI) ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।পারথে আট বল খেলার পর অ্যাডিলেডে মাত্র চার বল খেলে আউট হন বিরাট কোহলি। বার্টলেটের বলে LBW হন তিনি। রিভিউ নেওয়ার পরিকল্পনা করলেও রোহিত শর্মার সঙ্গে কথা বলে তিনি আর রিভিউ নেননি। আর আউট হয়ে ফেরার সময় বিরাটের পদক্ষেপ প্রশ্ন তুলে দিল।

আউট হয়ে মাঠ ছাড়ার সময়ে অ্যাডিলেডের দর্শকরা দাঁড়িয়ে হাততালি দেন বিরাটের জন্য। বিরাট তাঁদের দিকে তাকিয়ে এক হাতে দুটো গ্লাভস তুলে ধন্যবাদ জানান সমর্থকদের। যারপরই প্রশ্ন, বিরাট কি শেষ ম্যাচটা খেলে ফেললেন?

ছবিটা দেখে সোশ্যাল মিডিয়া চমকে গিয়েছে। এই বিষয়টা নিয়ে দুভাগ সমর্থকরা। কেউ কেউ দাবি করছেন, বিরাট শেষবারের মতো খেলে ফেললেন, আবার অনেকের দাবি, অ্যাডিলেডের দর্শকদের ধন্যবাদ জানানোর জন্যই তিনি এই কাজ করেছেন। এক সমর্থক লেখেন, বিরাট কোহলি দুটো ডাকের পর ODI ক্রিকেট থেকে অবসর নিলেন। অন্য এক সমর্থক লেখেন, বিরাটকে দেখে আমার ভয় হচ্ছে, সিরিজ়ের মাঝেই অবসর নিয়ে নেবেন না তো?

সাত মাস পর বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিল। পারথ টেস্ট ছিল তাঁর কামব্যাকের মঞ্চ। সেখানে ব্যর্থ হন তিনি। লন্ডনে থেকে নিজের মতো অনুশীলন করেছিলেন বিরাট। সেখানেই ফিটনেস পরীক্ষা, নেট প্র্যাকটিস করেছেন। কিন্তু প্রত্যাশামতো কামব্যাক করতে পারেননি। যেই অ্যাডিলেটে ১৫টা ইনিংসে বিরাটের কাছে ৯৭৫ রান আছে সেই অ্যাডিলেডই তাঁকে খালি হাতে ফিরিয়েছে।

You might also like!