Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

2 hours ago

PM Modi remembers Piyush Pandey: পীযূষ পাণ্ডের প্রয়াণে ব্যথিত প্রধানমন্ত্রী, শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী গোয়েলও

The advertising legend  Piyush Pandey
The advertising legend Piyush Pandey

 

নয়াদিল্লি, ২৪ অক্টোবর : দেশের বিখ্যাত একাধিক বিজ্ঞাপনের স্রষ্টা পীযূষ পাণ্ডের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও। শুক্রবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, "শ্রী পীযূষ পান্ডে জি তাঁর সৃজনশীলতার জন্য প্রশংসিত ছিলেন। বিজ্ঞাপন এবং কমিউনিকেশনের জগতে তিনি এক অসামান্য অবদান রেখেছেন। বছরের পর বছর ধরে আমাদের মধ্যে যে কমিউনিকেশন ছিল তা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।"

শোকবার্তায় পীযূষ গোয়েল জানিয়েছেন, "পদ্মশ্রী পীযূষ পাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য সত্যিই আমার ভাষা নেই। তাঁর সৃজনশীল প্রতিভা গল্প বলার ধরণকে নতুন করে সংজ্ঞায়িত করেছিল, আমাদের অবিস্মরণীয় এবং কালজয়ী আখ্যান দিয়েছিল। আমার কাছে, তিনি এমন একজন বন্ধু ছিলেন যার প্রতিভা তাঁর সত্যতা, উষ্ণতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে উজ্জ্বল ছিল। আমি সর্বদা আমাদের আকর্ষণীয় মিথস্ক্রিয়াকে লালন করব। তিনি একটি গভীর শূন্যতা রেখে গেছেন যা পূরণ করা কঠিন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি!"

You might also like!