দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা ও সুর করা ২৫ সেকেন্ডের একটি নতুন গান এক্স হ্যান্ডেলে মিউজিক ভিডিও আকারে পোস্ট করেছেন। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা।’ গানটি প্রকাশ করেছেন তিনি। এই গানটি গেয়েছেন গায়িকা ঐতিহ্য।
এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুর করা গানের একটি অংশ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ভাইয়ের মঙ্গলকামনার বার্তা সেখানে। তিনি লিখেছেন, ‘ভ্রাতৃদ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। আমার কথা ও সুরে, ঐতিহ্যর কণ্ঠে ছোট্ট নিবেদন।’
উল্লেখ্য, রাজ্যের প্রশাসনিক প্রধান ছাড়াও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারী। বিশেষত তাঁর সৃজনশীলতা চমকে দেওয়ার মতো। কবিতা-প্রবন্ধ লেখা, গান লেখা-সুর করা, ছবি আঁকার মতো কাজ তিনি সারাবছরই করেন। দুর্গাপুজোর সময়ও একাধিক উদ্যোক্তার অনুরোধে পুজোর গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার কালীপুজোতেও একটি গান প্রকাশ পেয়েছিল। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রায় ২ মিনিটের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছিলেন তিনি। ‘অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে/শান্তি নিয়ে এসো মা।’ এই গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।
ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা ও গান প্রকাশের পাশাপাশি, স্বনামধন্য সাহিত্যিক গঙ্গোপাধ্যায়ের প্রয়াণদিবসে শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি। মমতা বন্দোপাধ্যায় লেখেন, ‘বাংলা সাহিত্যের দিকপাল, স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।’
বাংলা সাহিত্যের দিকপাল, স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2025