Game

2 hours ago

Bayern Munich: বায়ার্ন মিউনিখে নতুন চুক্তিতে ভিনসেন্ট কোম্পানি

Bayern Munich
Bayern Munich

 

মিউনিখ, ২২ অক্টোবর : মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি করলেন ভিনসেন্ট কোম্পানি। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তি বাড়ল আরও দুই বছর। বুন্ডেসলিগার ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে। ২০২৯ সাল পর্যন্ত আলিয়াঞ্জ অ্যারেনায় থাকবেন এই বেলজিয়ান কোচ। গত বছর ২০২৭ পর্যন্ত চুক্তিতে বাভারিয়ানদের দায়িত্ব নেন কোম্পানি। তার কোচিংয়ে প্রথম মরসুমেই বুন্ডেসলিগার শিরোপা পুনরুদ্ধার করে দলটি। চলতি মরসুমেও দুর্দান্ত ফর্মে আছে তারা। লিগে টানা ৭ ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। চলতি মরসুমে এখন পর্যন্ত অপরাজিত বায়ার্ন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে জিতেছে তারা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোম্পানির স্বদেশের ক্লাব ব্রুজের বিপক্ষে ঘরের মাঠে খেলবেন হ্যারি কেইনরা।

You might also like!