Country

4 hours ago

Major fire in Gurugram:গুরুগ্রামে শোরুমে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Major fire in Gurugram
Major fire in Gurugram

 

গুরুগ্রাম, ২১ অক্টোবর : হরিয়ানার গুরুগ্রামে ভয়াবহ আগুন লাগল একটি শোরুমে। মঙ্গলবার ভোররাতে ওই শোরুমে আগুন লাগে। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে ওই শোরুমে। শোরুমের মালিক জানিয়েছেন, ভোররাত ২.৩০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পান তিনি। প্রথমে তিনি ভেবেছিলেন ক্ষতি সামান্য হতে পারে, কিন্তু পৌঁছানোর পর তিনি দেখতে পান শোরুমটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কাঠের জিনিসপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কাচের জানালা ভেঙে যায়। দমকল অফিসার নরেন্দ্র কুমার বলেন, "আমরা শোরুমে আগুন লাগার খবর পেয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে দু'টি ইঞ্জিন পাঠিয়েছি। সমস্ত দমকল স্টেশনকে প্রস্তুত রাখা হয়েছে এবং ইঞ্জিন ডাকা হয়েছে।" এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমানে আর্থিক হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

You might also like!