Game

2 hours ago

UEFA Champions League: চ্যাম্পিয়নস লিগ, ১৩ মিনিটের ঝড়ে আতলেতিকোকে উড়িয়ে দিল আর্সেনাল

Gabriel Martinelli
Gabriel Martinelli

 

লন্ডন, ২২ অক্টোবর : ১৩ মিনিটের ঝড়ে আতলেতিকোর বিরুদ্ধে জিতেছে আর্সেনাল। ইয়োকেরেসের জোড়া গোল করেন। অন্য দুটি গোল করেছেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও গাব্রিয়েল মাগালিয়াইস। চ্যাম্পিয়নস লিগে পরপর তিন ম্যাচে গোল পেল তারা।বিরতির পর সব ওলটপালট করে দেয় আর্সেনাল মাএ ১৩ মিনিটের ঝড়ে। ৫১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৯ শট নেয় আর্তেতার দল, এর আটটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আতলেতিকোর ১১ শটের কেবল একটি ছিল লক্ষ‍্যে। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। গোল পার্থক‍্যে তাদের চেয়ে এগিয়ে থেকে যথাক্রমে প্রথম দুটি স্থানে আছে গত আসরের দুই ফাইনালিস্ট পিএসজি ও ইন্টার মিলান। আর তিন ম‍্যাচে দ্বিতীয় হারের পর ১৮ নম্বরে নেমে গেছে আতলেতিকো।

You might also like!