Country

4 hours ago

PM Modi salute police force:পুলিশ বাহিনীর অটল নিষ্ঠা দেশ ও জনগণকে সুরক্ষিত রাখে : প্রধানমন্ত্রী

PM Modi salute police force
PM Modi salute police force

 

নয়াদিল্লি, ২১ অক্টোবর : পুলিশ বাহিনীর অটল নিষ্ঠা দেশ ও জনগণকে সুরক্ষিত রাখে, মঙ্গলবার এক্স মাধ্যমে এমনটাই লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশ স্মৃতি উদযাপন দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে জানান, "পুলিশ স্মৃতি দিবসে, আমরা আমাদের পুলিশ কর্মীদের সাহসিকতাকে স্যালুট জানাই এবং কর্তব্য পালনে তাঁদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করি।"

প্রধানমন্ত্রী মোদী আরও উল্লেখ করেন, "পুলিশ বাহিনীর দৃঢ় নিষ্ঠা আমাদের দেশ এবং জনগণকে সুরক্ষিত রাখে। সংকটের সময়ে এবং প্রয়োজনের মুহূর্তে তাঁদের সাহসিকতা এবং অঙ্গীকার প্রশংসনীয়।" উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পুলিশ স্মৃতি উদযাপন দিবসে নতুন দিল্লির জাতীয় পুলিশ স্মারকে এদিন সকালে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৫৯ সালের ২১ অক্টোবর লাদাখের উষ্ণপ্রস্রবণে সশস্ত্র চীনা সৈন্যদের মোকাবিলা করতে গিয়ে ১০ জন পুলিশ শহীদ হন। তাঁদের স্মৃতিতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

You might also like!