দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই সাক্ষাতে তিনি এমন এক বিতর্কিত মানচিত্র উপহার দেন, যা ফের কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সেই মানচিত্রে ভারতের অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে, যা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
রবিবারের বৈঠকের পরে ইউনুস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি পাক জেনারেলকে উপহার দিচ্ছেন। সেই উপহারের মধ্যে ছিল ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ নামের একটি বই। সেই বইয়ের প্রচ্ছদের ছবি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রচ্ছদে বাংলাদেশের একটি ম্যাপ দেখানো হয়েছে। সেখানে ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। বহুদিন ধরেই চরমপন্থি ইসলামি দলগুলি ‘বৃহত্তর বাংলাদেশে’র অংশ হিসেবে এই রাজ্যগুলিকে বাংলাদেশের মধ্যে বলে প্রচার করছে। এবার সেই প্রচারের আগুন আরও উসকে দিয়েছে এই ছবি, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।
এই পোস্টের পর, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানের সমালোচনা করা হয়। যদিও, ভারতের বিদেশ মন্ত্রক এখনও এই বিতর্কের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
ইউনুসের মুখে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির কথা এই প্রথম নয়। গত কয়েক মাস ধরে, নোবেলজয়ী নেতা তাঁর বিভিন্ন বিদেশ সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির কথা বারবার উল্লেখ করেছেন। চিন সফরের সময় ইউনুস বলেন, ‘ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি স্থলবেষ্টিত। আমরা এই অঞ্চলের সমুদ্র শাসন করি। এই অবস্থা বিশাল সম্ভাবনার সুযোগ খুলে দিচ্ছে চিনের সামনে।’
দু’দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সেনাবাহিনীর কর্তাদের এই সফর বলে জানা যাচ্ছে। শনিবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে অনুমান। সেই বৈঠকেই এই ঘটনা ঘটেছে।
Chairman, Joint Chiefs of Staff Committee of Pakistan Calls on Chief Adviser
— Chief Adviser of the Government of Bangladesh (@ChiefAdviserGoB) October 26, 2025
DHAKA, October 26: The visiting Chairman of Pakistan’s Joint Chiefs of Staff Committee (CJCSC), General Sahir Shamshad Mirza, paid a courtesy call on Chief Adviser Professor Muhammad Yunus at the State… pic.twitter.com/A9QmFMHk4F
