International

8 hours ago

Bangladesh Incident: বাংলাদেশে ফের হিন্দুদের ওপর নির্মমতা, এবার মিষ্টি ব্যবসায়ীকে পিটিয়ে খুন

Hindu Shop Owner Beaten to Death in Bangladesh
Hindu Shop Owner Beaten to Death in Bangladesh

 

ঢাকা, ১৮ জানুয়ারি : বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মমতা দিন দিন বেড়েই চলেছে। এবার তুচ্ছ কারণে পিটিয়ে খুন করা হল এক মিষ্টি ব্যাবসায়ীকে। নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ (৫৫)। স্থানীয়ভাবে ‘কালী ময়রা' নামে পরিচিত ছিলেন তিনি। তিনি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন বড়নগর সড়কে অবস্থিত বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলের মালিক ছিলেন। অভিযোগ, আততায়ীরা একই পরিবারের বাবা-মা ও ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার মাসুম মিয়া (২৮) নামে এক যুবক মিষ্টির দোকানে আসে। ওই দোকানের মা‌লিক হিন্দু হওয়ায় স্বাভা‌বিকভা‌বেই দোকানে ঠাকুর দেবতার ছ‌বি ছিল। মাসুম মিয়া দোকানের কর্মচারী অনন্ত দাশকে (১৭) ডেকে বলে, "এই দোকানে কোনও ঠাকুর দেবতার ছ‌বি রাখা যাবে না।" দোকানের হিন্দু কর্মচারী অনন্ত এই কথার প্রতিবাদ জানালে মাসুম তাঁকে মারধর শুরু করে। মারধর শুরু করার প্রায় সঙ্গে সঙ্গেই মাসুমের বাবা স্বপন মিয়া (৫৫) ও মা মাজেদা খাতুন (৪৫) ঘটনাস্থলে এসে ছেলের সঙ্গে মিলে দোকানকর্মী অনন্ত দাশকে মারধর করতে শুরু করে। তখন দোকান মা‌লিক কালী ময়রা পরিস্থিতি সামাল দিতে এবং অনন্তকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর শুরু করে ওই তিনজন। ঘটনাস্থলেই প্রাণ হারান লিটনবাবু। ঘটনার পরপরই স্থানীয় জনতা হামলাকারী তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

You might also like!