
জেদ্দা, ৮ জানুয়ারি : সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে সেমি-ফাইনালে ৫-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল বার্সিলোনা আতলেতিক বিলবাও এর বিরুদ্ধে। সারা ম্যাচে দাপট নিয়ে খেলল বার্সিলোনা। প্রথমার্ধের ১৬ মিনিটের মধ্যেই চার গোল করে এগিয়ে গেল তারা। বিরতির পর গোলের দেখা মিলল আরও একটি গোলের। আথলেতিক বিলবাওকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চলে গেল বার্সিলোনা। জোড়া গোল করেছেন রাফিনিয়া। আর তিনটি গোল করেছেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি। একই মাঠে বৃহস্পতিবার আরেক সেমি-ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ফাইনাল আগামী রবিবার।
