Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

14 hours ago

Pigeon Problems: জানলার কার্নিশে পায়রার উপদ্রব? এই ৫টি জিনিসের ব্যবহারেই ম্যাজিকের মতো দূর হবে সমস্যার সমাধান

pigeons on window ledge
pigeons on window ledge

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ির খোলা বারান্দা বা কারান্দা অনেক সময় পায়রার পছন্দের আস্তানায় পরিণত হয়। আশ্রয় এবং খাবারের সন্ধানে আসা এই পাখিরা জায়গাটিকে কেবল অপরিচ্ছন্নই করে না, বরং পালক ও মল-মূত্রের মাধ্যমে দুর্গন্ধ ও জীবাণু ছড়ায়। তবে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলে কোনো ক্ষতি না করেই এদের দূরে রাখা সম্ভব।

১) চলন্ত বা চকচকে কোনও জিনিসে পায়রা ভয় পায়। তাই বারান্দায় যদি উজ্জ্বল কোনও জিনিস রাখা যায়, তাতে আলো প্রতিফলিত হলে পায়রা ভয় পাবে। পুরনো কোনো আয়না বা সিডি-ডিভিডি, রাংতা এ ক্ষেত্রে কাজে আসতে পারে। জিনিসগুলি সূর্যের দিকে মুখ করে রাখতে হবে, যাতে আলো সরাসরি বাইরের দিকে প্রতিফলিত হয়। তা হলে পায়রা এসে বারান্দায় বসবে না।

২) পায়রা সাধারণত অপরিচ্ছন্ন এবং স্যাঁতসেঁতে পরিবেশ পছন্দ করে। বারান্দা যদি নিয়মিত পরিষ্কার করা হয়, তা হলে পায়রাদের আগমন কমতে পারে। বারান্দায় কোনও খাবার রাখা উচিত নয়।

৩) পায়রারা সাধারণত বারান্দার রেলিংয়ে বা কার্নিশে এসে বসে। এই জায়গাগুলি যদি ঢেকে রাখা যায়, সে ক্ষেত্রে পায়রার আগমন ঘটবে না। যেমন কার্নিশে কয়েকটি ফুলের টব রাখা যেতে পারে। আবার সেখানে পেরেক বসিয়ে দেওয়া যেতে পারে। দিনের বেলায় তাদের আগমন রুখতে রেলিংয়ের উপর জাল টাঙানো হলেও সমস্যা কমতে পারে।

৪) একই সঙ্গে বারান্দায় সুগন্ধী ছড়িয়ে দিতে পারলেও পায়রা আসবে না। কারণ, তারা সুগন্ধী পছন্দ করে না। এ ছাড়া, একটি পাত্রে এশেনশিয়াল অয়েল রাখলেও উপকার পাওয়া যাবে। একটি পাত্রে সাদা ভিনিগার বা শুকনো লঙ্কা রেখে দিলেও তার ঝাঁঝে পায়রা বাড়িতে এসে বসবে না।

৫) পায়রা উচ্চগ্রামের কোনও শব্দ পছন্দ করে না। বারান্দায় ছোট ঘণ্টা বা ‘উইন্ড চাইম’ রাখা যেতে পারে। বাতাসে তাতে শব্দ হলে পায়রা বারান্দা থেকে উড়ে যাবে। রাতে বারান্দায় উজ্জ্বল আলো জ্বললেও তা পায়রাকে দূরে রাখতে সক্ষম।

You might also like!