Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

1 week ago

Javed Akhtar: ভাইরাল ফেক ভিডিওর বিরুদ্ধে আদালতে মামলা, ‘আবর্জনা’ বলে খণ্ডন জাভেদের

Javed Akhtar
Javed Akhtar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রবীণ গীতিকার ও নাস্তিক জাভেদ আখতার নতুন বছর শুরুতেই তোলপাড় সৃষ্টি করেছেন—এবার নিজের অজান্তেই! সম্প্রতি নেটভুবনে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ফেজ টুপি পরে, চোখে সুরমা দিয়ে জাভেদকে মসজিদে নমাজ পড়তে যাওয়া অবস্থায় দেখানো হয়েছে। ভিডিওটি দেখে অনুরাগীরা হতবাক, আর নিন্দুকরা প্রশ্ন তুলেছেন—মুফতি নদবীর সঙ্গে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিতর্কের পর কি জাভেদ এবার ধার্মিক হয়ে গেলেন? 

যেখানে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা, জাভেদ আখতার তা ‘আবর্জনা’ বলে খণ্ডন করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি জানান, “একটি ভুয়ো ভিডিও ভাইরাল করা হচ্ছে যেখানে আমার মাথায় টুপি রয়েছে। কম্পিউটার জেনারেটেড ওই ছবি দিয়ে দাবি করা হয়েছে, অবশেষে আমি নাকি আল্লার শরণাপন্ন হয়েছি। এটা একেবারেই বাজে কথা! ভুয়ো ওই ভিডিও নিয়ে সাইবার সেলে অভিযোগ জানিয়েছি। যে বা যাঁরা ওই ভুয়ো ভিডিও বানিয়ে আমার মানহানি করার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।” সংশ্লিষ্ট ভিডিওয় দাবি করা হয়েছে মুফতি নদবীর সঙ্গে তর্কের পরই নাকি জাভেদ আখতার আল্লাহর অস্তিত্ব মেনে নিয়ে মসজিদে নমাজ পড়তে গিয়েছেন। 

উল্লেখ্য, গত ডিসেম্বরে জাভেদ আখতার ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এক বিতর্কসভায় অংশ নিয়েছিলেন। সেখানে মুফতি নদবীর সঙ্গে তিনি বলেন, “আল্লা বা ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, সর্বত্র যদি তাঁর উপস্থিতি থাকে, তাহলে গাজাতেও আল্লাহ রয়েছেন। সেখানে বোমা হামলায় শিশুদের ছিন্নভিন্ন হওয়া শরীর দেখছেন। তারপরও তো ঈশ্বর কিছুই করেননি। এরপরও আপনি চাইছেন আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি?” এখানেই তিনি থামেননি। পরবর্তীতে জাভেদ বলেন, “আল্লাহর চেয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক ভালো। অন্তত তিনি কিছু তো খেয়াল রাখেন। আচ্ছা, সব প্রশ্ন, সব আলোচনা কেন ঈশ্বরে এসেই থামে? এ কেমন ঈশ্বর যিনি শিশুদের বোমা হামলায় মরতে দেখেন? যদি তিনি থেকে থাকেন এবং এই সব কিছু হতে দেখেন, তাহলে ঈশ্বর বা আল্লাহর না থাকাটাই শ্রেয়।”


You might also like!