Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

14 hours ago

Romantic Bath Ideas: সম্পর্ক হোক আরও নিবিড়! হাড়কাঁপানো ঠান্ডায় সঙ্গীকে নিয়ে একসঙ্গে স্নান—উষ্ণতা বাড়বে মনে ও শরীরে

Romantic Couple Bath
Romantic Couple Bath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সকাল থেকে রাত—ল্যাপটপের স্ক্রিন আর জুম মিটিংয়ের ব্যস্ততায় কাটছে দিন। আধুনিক দম্পতিদের জীবনে এখন সবচেয়ে বড় অভাব হলো ‘কোয়ালিটি টাইম’-এর। কাজের চাপে দিনের শেষে কথা বলার মানসিক শক্তিটুকুও অবশিষ্ট থাকে না। ফলে সম্পর্কের মাঝে নিঃশব্দে বাসা বাঁধছে একঘেয়েমি আর দূরত্ব। এই যান্ত্রিক জীবনে চটজলদি উষ্ণতা আর ঘনিষ্ঠতা ফেরাতে জীবনশৈলী বিশেষজ্ঞরা দিচ্ছেন এক অনন্য পরামর্শ— ‘কাপল শাওয়ার’ বা একত্রে স্নান।এই সময় শারীরিক স্পর্শের ফলে শরীরে ‘অক্সিটোসিন’ বা ‘ভালোবাসার হরমোন’ নিঃসৃত হয়। যা একে অপরের প্রতি বিশ্বাস ও মানসিক টান বাড়িয়ে দেয়। একে অপরের অঙ্গ ছোঁওয়া বা কাছে আসার মতো আবেগগুলো পরস্পরের প্রতি যত্ন ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

দীর্ঘদিন ধরে দূরে সরে থাকলে, কিংবা একঘেয়েমিতে ভুগলে কাছে আসার এই সুযোগ ভুলেও হাতছাড়া করবেন না। সম্পর্কের রসায়ন মজবুত করতে স্নানঘরে আদরে ভাসতে সমস্যা কী? সঙ্গীর হাত ধরে স্নানে যান। ধীরে ধীরে প্রেমের উষ্ণতায় ভরিয়ে তুলুন মুহূর্ত। সম্পর্কের ভিত আরও পুষ্ট হবে। দাম্পত্য সুখ বাড়িয়ে তুলতে এই প্রয়াস অনন্য।বাস্তবতার নিরিখে দেখলেও এর অনেক সুফল আছে। একসঙ্গে স্নান করলে সময় ও জল—উভয়ই সাশ্রয় হয়। আর এই অভিজ্ঞতাকে রাজকীয় করতে বর্তমানে বাজারে এসেছে উন্নত ‘ডুয়াল শাওয়ার সিস্টেম’। যেমন ‘বোস্টিংনার’-এর ১২ ইঞ্চির রেইন শাওয়ার এবং হ্যান্ডহেল্ড শাওয়ারের সমন্বয়। এই আধুনিক প্রযুক্তি বাথরুমকেই বানিয়ে তুলতে পারে আপনার প্রিয় ছোট্ট ‘স্পা’।

পরিণত সম্পর্কে কিছুটা ভিন্ন স্বাদের রোমাঞ্চ যোগ করতে এই অভ্যাসের তুলনা নেই। দিনের শেষে সব ক্লান্তি ধুয়ে ফেলে একে অপরের সান্নিধ্যে কাটানো এই কয়েক মিনিট হতে পারে জীবনের সেরা সঞ্চয়। তাই সম্পর্কের বাঁধন আরও শক্ত করতে আজই শাওয়ারের নিচে সামিল হোন আপনার সঙ্গীর সঙ্গে।


You might also like!