Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

14 hours ago

New Year, positive energy: নতুন বছরে পজিটিভ এনার্জি চান? ঘরের সঠিক দিকে রাখুন ক্যালেন্ডার, কাটিয়ে উঠুন সব বাধা ও সংকট

Place your calendar correctly at home
Place your calendar correctly at home

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতে ঘরে নতুন ক্যালেন্ডার আসাটা খুব স্বাভাবিক। তবে বাস্তুশাস্ত্র মতে, ক্যালেন্ডার কেবল তারিখ দেখার মাধ্যম নয়, এটি সময়ের চাকা বা প্রগতির প্রতীক। তাই সঠিক দিকে ক্যালেন্ডার না রাখলে তা ভাগ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ক্যালেন্ডার টাঙানোর শুভ দিক

পূর্ব দিক

বাস্তুমতে আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে নতুন ক্যালেন্ডার টাঙানো উচিত। পূর্ব দিকটিকে সূর্য দেবতার দিক হিসেবে বিবেচনা করা হয়। এটি অগ্রগতি এবং নতুনত্বের প্রতীক।

উত্তর দিক

ক্যালেন্ডার উত্তরের দেওয়ালেও টাঙানো যেতে পারে। এটি চৌম্বক মেরুর দিক হিসেবে বিবেচিত হয়। স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতীক উত্তর দিক। ব্যবসায় বৃদ্ধি এবং আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য এই দিকে ক্যালেন্ডার টাঙানো শুভ বলে মনে করা হয়।

উত্তর-পূর্ব দিক

উত্তর-পূর্ব দেওয়ালেও ক্যালেন্ডার টাঙানো শুভ। উত্তর-পূর্ব দিককে আধ্যাত্মিক সচেতনতা, আত্মদর্শন এবং ব্যক্তিগত বিকাশের দিক হিসেবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক বিকাশ এবং আত্ম-সচেতনতা বৃদ্ধির জন্য এই দিকে নতুন ক্যালেন্ডার টাঙাতে পারেন। একান্তই এই তিন স্থানে ক্যালেন্ডার রাখার জায়গা না থাকলে দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম দিকেও ক্যালেন্ডার রাখতে পারেন।

কোন দিকে ভুলেও রাখবেন না ক্যালেন্ডার?

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দিকে কখনও ক্যালেন্ডার রাখা উচিত নয়। প্রচলিত বিশ্বাস, এই দিকে ক্যালেন্ডার রাখলে তা অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দরজা-জানালার উপরেও ক্যালেন্ডার ঝোলানো উচিত নয়, বিশ্বাস এটি ইতিবাচক শক্তির প্রবাহকে বাধা দিতে পারে। তাই আর যেখানেই ক্যালেন্ডার রাখুন না কেন, দক্ষিণ দিকে নৈব নৈব চ।


You might also like!