Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

1 week ago

Raj-Subhasree:সবাই যখন পার্টিতে ব্যস্ত, রাজ-শুভশ্রী তখন প্রেমের ডুবন্ত! গভীর চুম্বনে ২০২৬-কে বরণ করলেন টলিপাড়ার ‘রাজশ্রী’

Raj-Subhasree
Raj-Subhasree

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের রাতে গোটা বিশ্ব যখন আলোর রোশনাই আর আতশবাজিতে মেতেছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও। বিদেশের মাটিতে দাঁড়িয়ে একে অপরকে নিবিড় চুম্বনে ভরিয়ে দিয়ে ২০২৬-কে স্বাগত জানালেন এই তারকা দম্পতি।তবে নতুন বছরের শুরুতেই সোশাল মিডিয়ায় যে ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ল তা হল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও। আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে তাঁদের বিগত বছরগুলোর মতোই প্রথা মেনে ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত জানাতে। বিদেশের বুকে এবারেও নতুন বছরের শুরুটা করলেন টলিপাড়ার এই পাওয়ারকাপল।

প্রতিবছর প্রেমের জোয়ারে ভেসেই নতুন বছরকে স্বাগত জানান রাজ ও শুভশ্রী। বিদেশের বুকে এবারও তার ব্যাতিক্রম হল না। চারিদিকে আতসবাজি, জনঅরণ্যেও তাঁরা শুধু মজে থাকলেন একে অপরে। ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ভিডিও। ক্যাপশনে লিখলেন রাজঘরনি ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৬’। বলে রাখা ভালো যে কোনও সেলিব্রেশন হোক বা নিজেদের জীবনের ভালো কোনও মুহূর্ত উদযাপন করতে একে অপরকে চুমুতে ভরিয়েছেন রাজ ও শুভশ্রী। সোশাল মিডিয়ায় সেই নিয়ে কম চর্চা হয়নি। তবে সেসবে কান দিতে একেবারেই নারাজ তাঁরা।

উল্লেখ্য, এই মুহূর্তে রাজ উঠে এসেছেন চর্চায়। তাঁর নতুন ছবি ‘হোক কলরব’ নিয়ে চলছে জোর চর্চা। ‘ক্ষুদিরাম চাকি’ বিতর্কে জড়িয়েছেন রাজ। তবে সেসবের মাঝেও অভিনেত্রী-স্ত্রীর সঙ্গে সেলিব্রেশনে মাততে ভুললেন না রাজ। সমস্ত বিতর্ককে পিছনে ফেলে বর্ষবরণে মেতে উঠলেন পরিচালক। 

You might also like!