Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

2 days ago

Kartik Aaryan: গোয়ার সৈকতে কার্তিক আরিয়ান, রহস্যময়ীর সঙ্গে প্রেমের গুঞ্জনে উত্তাল নেটদুনিয়া

Kartik Aaryan Spotted With Mystery Girl
Kartik Aaryan Spotted With Mystery Girl

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বললেই প্রথম সারিতে উঠে আসে কার্তিক আরিয়ানের নাম। ঝকঝকে চেহারা, বক্স অফিসে সাফল্য আর পর্দায় একের পর এক ভিন্নধর্মী চরিত্র—সব মিলিয়ে দর্শক ও অনুরাগীদের কাছে তিনি নিঃসন্দেহে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই অভিনেতার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেমের বিষয়টি নিয়ে কৌতূহলের অন্ত নেই। কার্তিকের পাশে নতুন কোনও নারীর উপস্থিতি মানেই জল্পনার পারদ চড়ে যায়।

এবার সেই জল্পনাই নতুন করে উসকে দিয়েছে গোয়ার সমুদ্র সৈকত থেকে ভাইরাল হওয়া একটি ছবি। সোমবার রাতে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন কার্তিক, যেখানে দেখা যায়—বিস্তীর্ণ বালুচরে আরাম কেদারায় বসে রয়েছেন তিনি, সম্পূর্ণ রিল্যাক্স মুডে। ছবিটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এক রহস্যময় তরুণীর ছবি। সেখান থেকেই শুরু হয় তুলনা। তোয়ালের রং, চেয়ার, ব্যাকগ্রাউন্ড—সবকিছুতেই মিল খুঁজে পান নেটিজেনরা। মুহূর্তেই দুয়ে দুয়ে চার করে শুরু হয় গুঞ্জন—তবে কি কার্তিক নতুন প্রেমে?


এই রহস্যময়ীকে ঘিরে নেটবাসিন্দাদের কৌতূহল এখানেই থামেনি। দ্রুতই তাঁর পরিচয় খুঁজে বের করা হয়। জানা যায়, ওই তরুণীর নাম করিনা কুবিলিওতে। তিনি আদতে গ্রিসের বাসিন্দা এবং বর্তমানে আমেরিকায় পড়াশোনা করছেন। সোশাল মিডিয়ায় বহুদিন ধরেই নাকি কার্তিককে ফলো করতেন তিনি। প্রেমের গুঞ্জন ছড়াতেই করিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কমেন্টের বন্যা বয়ে যায়। কেউ প্রশ্ন তুলেছেন, কেউ আবার আগাম শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তাহলে কি অনন্যা পাণ্ডে কিংবা শ্রীলীলার অধ্যায় শেষ? যদিও এই গুঞ্জন নিয়ে এখনও কার্তিক বা করিনার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবু নেটদুনিয়ার চোখে আপাতত বলিউডের এই ‘রুহ বাবা’ নতুন প্রেমকাহিনির কেন্দ্রেই রয়ে গেলেন। 

You might also like!