
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পথকুকুর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অবস্থানে গভীর হতাশা প্রকাশ করলেন অভিনেতা সোনু সুদ। শীর্ষ আদালত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও খেলার মাঠের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে পথকুকুরমুক্ত করার যে নির্দেশ বজায় রেখেছে, তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। পশুপ্রেমীদের সঙ্গে এবার সেই উদ্বেগে গলা মেলালেন সোনু সুদও।
বুধবার আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে এই সমস্ত এলাকা থেকে পথকুকুরদের সরিয়ে শেল্টারে পাঠানো হবে এবং সেখান থেকে আর ওই এলাকায় ফেরানো যাবে না। আদালতের মতে, কুকুর কখন কামড়াবে বা আক্রমণ করবে, তা আগে থেকে বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়। ফলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই শ্রেয়। এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এই আবহেই পশুকল্যাণ সংস্থার পাশে দাঁড়িয়ে সোনু সুদ আবেদন জানালেন মানবিক দৃষ্টিভঙ্গির। তাঁর বক্তব্য, পথকুকুরদের সম্পূর্ণ বিতাড়ন কোনও স্থায়ী সমাধান নয়। বরং সঠিক সময়ে টিকাকরণ ও নির্বীজকরণের মাধ্যমেই তাদের সুস্থ ও নিয়ন্ত্রিত রাখা সম্ভব।
এই প্রেক্ষাপটে সোনু বলেন, “যেমন আমি একজন ভারতীয়। তেমনই কিন্তু এদেশের প্রতিটি পথকুকুরও ভারতীয়। সেই জন্য তাদের দেশি বলে ডাকা হয়। আমি সকলকে একটাই অনুরোধ করব যে, আমরা যেমন করোনার সময় নিজেদের সুস্থ করে তুলতে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছিলাম সেভাবেই আসুন না আমরা আমাদের চারপাশের পথকুকুরদেরও সমস্ত প্রয়োজনীয় টিকাকরণ ও নির্বীজকরণ করাই। এতে ওরাও সুস্থ থাকবে আর সুস্থ থাকবে আমাদের চারপাশ।” করোনা মহামারির সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন সোনু সুদ। সেই মানবিক সত্তাই এবার ধরা পড়ল পথকুকুরদের অধিকার রক্ষার লড়াইয়ে। তাঁর মতে, পথকুকুররাও সমাজের অংশ, তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। এই বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা।
