Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

West Bengal

1 week ago

Jalpaiguri Fire: ময়নাগুড়ির পুরাতন বাজারে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক দোকান

Year-Start Fire Hits Moynaguri Market
Year-Start Fire Hits Moynaguri Market

 

জলপাইগুড়ি, ২ জানুয়ারি : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! শুক্রবার ভোরের এই অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কোনও ধরনের হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। একাধিক দোকান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ময়নাগুড়ি পুলিশ এবং স্থানীয় দমকল বিভাগে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। জলপাইগুড়ি থেকে দমকলের ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও কিছুটা সময় লাগছে, কারণ বাজারটি একদম ঘনবসতিপূর্ণ এবং দোকানগুলো প্রাচীন কাঠের তৈরি, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

You might also like!