Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

1 week ago

Oyo's new rule: ব্যক্তিগত মুহূর্তে আর বাধা নেই! যুগলদের ‘প্রাইভেসি’ নিয়ে বিশেষ উদ্যোগ OYO-র—কী কী সুবিধা পাবেন এবার?

OYO privacy policy
OYO privacy policy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত মুহূর্ত যাপনের জন্য যাঁরা নিরিবিলি এবং নিরাপদ আস্তানা খোঁজেন, তাঁদের জন্য হোটেল বুকিং প্রক্রিয়াকে আরও সহজ ও স্বস্তিদায়ক করতে চলেছে জনপ্রিয় হসপিটালিটি চেন OYO। বিশেষ করে যুগলরা যখন কোনো হোটেলের ঘর বুক করতে যান, তখন অনেক সময়ই নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবার সেই চিরাচরিত চিত্র বদলাতে এবং গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বাড়াতে নিয়মে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।ব্যবসা শুরুর পরই হোটেল সম্পর্কে আমজনতার ধারণাই বদলে ফেলেছিল হসপিটালিটি টেক সংস্থা OYO । কোনওরকম ঝঞ্ঝাট ছাড়াই মোবাইল অ্যাপে নিমেষে পছন্দের হোটেল বুক করে ফেলতে পারতেন যে কেউ। সর্বোপরি একসঙ্গে থাকার সুযোগ পেতেন অবিবাহিত যুগলরাও। স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। জেন জি-র কাছে অতি জনপ্রিয় এই সংস্থা। ভিড়ের থেকে দূরে নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই রুম ভাড়া করে থাকেন। কারণ, এই অ্যাপ ভিত্তিক হোটেলগুলোতেই প্রথম অবিবাহিত যুগলদের রুম ভাড়া দেওয়া হয়। যা নিয়ে বিতর্কও হয়েছে। একপর্যায়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্তও জানিয়েছিল সংস্থা। তারই মধ্যে আবার OYO নাম বদলে হয় PRISM। আর এবার ঘর বুকিংয়ের নিয়মেও বড়সড় রদবদল।

আগে OYO-র ঘর বুকিংয়ের ক্ষেত্রে আধার কার্ড দেখাতেই হত। আর পাঁচটি হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও অবশ্য সে নিয়ম বৈধ। আবার তার সাথে সাথে আধার কার্ডের ফটোকপি জমা দিতে হত। তবে এবার আধার দেখাতে হলেও, ফটোকপি জমা দিতে হবে না। কারণ, আধারের মতো সচিত্র পরিচয়পত্রের ফটোকপি জমা রাখার ফলে গোপনীয়তা লঙ্ঘন হয়। তাই এই নিয়ম মোটেও ঠিক নয়। তার ফলে বহু যুগলই যে স্বস্তি পেতে চলেছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। নতুন নিয়ম নিয়ে সিদ্ধান্ত হলেও, তা এখনও লাগু হয়নি। খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে বলেই খবর।

You might also like!