Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

4 days ago

Windows: অর্জুন চক্রবর্তীর বড়পর্দায় প্রত্যাবর্তন, ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ শুটিং শুরু মহিষাদল রাজবাড়িতে

Arjun Chakraborty
Arjun Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৫-এর শেষের দিকে উইন্ডোজের রজতজয়ন্তীতে টলিউডের জনপ্রিয় পরিচালকজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নতুন ছবির ঘোষণায় সবাইকে চমকে দিয়েছিলেন। সেই তালিকায় ছিল তাঁদের নতুন প্রজেক্ট ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। নতুন বছরের শুরুতেই জানানো হয়েছিল, ছবিটির শুটিং শুরু হবে শীঘ্রই। কথামতোই রবিবার থেকে শুটিং শুরু হয়েছে।

শুটিং শুরু হওয়ার খবর প্রথম পোস্ট করেন অভিনেতা অরিত্র মুখোপাধ্যায়, যিনি ক্ল্যাপস্টিক হাতে শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, “আজ থেকে শুরু স্বপ্ন, গল্প আর পর্দার জাদু—ফুলপিসি ও এডওয়ার্ড। লাইটস, ক্যামেরা, অ্যাকশন।” শুটিং হচ্ছে মহিষাদল রাজবাড়িতে, যেখানে শনিবার পৌঁছেছে পুরো টিম। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে টানা শুটিং পরিকল্পনায়। ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ আবেগ এবং সাসপেন্সের মোড়কে গল্প উপস্থাপন করবে। কাস্টিং-এ রয়েছে সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। বিশেষ উল্লেখযোগ্য, ছবির মাধ্যমে বহুদিন পর বড়পর্দায় ফিরছেন অর্জুন চক্রবর্তী।

এর আগে ছবি নিয়ে নন্দিতা-শিবপ্রসাদ জানিয়েছিলেন, “ফুল পিসি ও এডওয়ার্ড’-এর গল্পে একাধিক লেয়ার রয়েছে। বরাবরের মতো আমাদের এই গল্পের সঙ্গেও দর্শক একাত্ম হবেন বলে আশা রাখছি।” ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন জয় সরকার ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যারা টলিউডের মিউজিক প্রেমীদের মন জয় করবেন বলে প্রত্যাশা।  


You might also like!