Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

2 days ago

Ankush Oindrila: অঙ্কুশ-ঐন্দ্রিলা-শিলাজিতদের দার্জিলিং ম্যাল নৈশভ্রমণ, শীতেও একটুকরো উষ্ণতার স্বাদ অনুরাগী মহলে

Ankush Hazra and Oindrila Sen
Ankush Hazra and Oindrila Sen

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁইছুঁই। দার্জিলিং-এর হাড় কাঁপানো শীতে মাফলার, মাঙ্কি টুপি জড়িয়ে তবুও ঠান্ডা রুখে রাখা কঠিন। তবে অঙ্কুশ-ঐন্দ্রিলা, শিলাজিৎ ও দুর্নিবার সাহার মতো সতীর্থরা হার মানতে রাজি নন। শৈলশহরে সফল অনুষ্ঠান শেষ করে তাঁরা রাতে ম্যালের রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন।

শিলাজিৎ সেই মোমেন্ট ক্যামেরায় বন্দি করেছেন। দেখা যায়, মাফলারে আদ্যোপান্ত নিজেকে মুড়ে নিয়েছেন গায়ক। ক্যামেরা ঘুরিয়ে উপস্থিত বাকি সদস্যদের দেখানোর পাশাপাশি সকলের উদ্দেশে একটাই কথা বলে চলেছেন- ‘ঘুমো রে ঘুমো।’ পাশেই দাঁড়ানো ঐন্দ্রিলা সেই সুরে সুর মেলালেন। আরেকটু দূরে দাঁড়ানো অঙ্কুশের ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো পরিস্থিতি। তবে ঠান্ডাবাবাজি মরণ কামড় বসালেও কারও মুখের হাসি কিন্তু মিলিয়ে যায়নি! 

‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রচারেই তাঁরা দু’দিন আগে ডুয়ার্সে রওনা হন। শিলিগুড়িতে হাইভোল্টেজ শো সেরে সোমবার দার্জিলিংয়ে পৌঁছান। দর্শকরা শীত উপেক্ষা করে তাঁদের গান ও রসায়ন উপভোগ করেন। বিশেষ করে পর্যটকরা এই রাতের শোভা মিস করতে চাননি।  আর সেখানেই শো শেষে রাত-বিরেতে ম্যালের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন সকলে। তাপমাত্রা তখন ছয়ের নিচে! শেষমেশ এই মধ্যরাত্রির কনকনানি ঠাণ্ডায় হাস্যোজ্জ্বল মুহূর্ত অনুরাগীদের মন মাতিয়ে দেয়, যেন শীতের মধ্যেও বেশ খানিকটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। 


You might also like!