Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

1 week ago

Home Loan Advice: নিজের বাড়ির স্বপ্ন এবার সত্যি! হোম লোনের সুদে বড় রদবদল—ফ্ল্যাট কেনার আগে এই ৫টি তথ্য আপনার লাখ টাকা বাঁচাতে পারে

Home Loan Tips
Home Loan Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নিজের একটি স্থায়ী ঠিকানা বা পছন্দের ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখেন প্রায় সব মানুষই। কিন্তু বর্তমানের লাগামহীন মূল্যবৃদ্ধির বাজারে সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ মধ্যবিত্তের। একদিকে যেমন নির্মাণ সামগ্রীর দাম বাড়ার ফলে ফ্ল্যাটের দাম আকাশছোঁয়া, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে জীবনযাত্রার খরচ। এই সাঁড়াশিপেটে পড়ে স্বপ্নের বাড়ি কেনা অনেকের কাছেই এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এখন ভারতে হোম লোন দেওয়ার জন্য বহু ব্যাঙ্ক ও আর্থিক সংস্থা রয়েছে। ফলে ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু সবচেয়ে বড় কাজ হলো, ঠিক সংস্থা বেছে নিয়ে ঋণ নেওয়া। কোথা থেকে ঋণ নিয়ে অল্প হলেও কম পড়বে সুদ, সেটা বাছতেই সময় লাগে। CIBIL, ঋণের অঙ্ক, Tenure বা ঋণের মেয়াদ, আরবিআই-এর রেপো রেটের উপর নির্ভর করে সুদের হার।

কোন ব্যাঙ্কে কী সুদের হার কতো?

প্রথমসারির কিছু ব্যাঙ্ক ও অব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের একেবারে বেসিক রেটের একটি ছবি তুলে ধরা হলো। একটি অনলাইন এগ্রিগেটর সংস্থার ওয়বসাইটের তথ্য থেকে সুদ সংক্রান্ত তথ্য মিলেছে (ডিসেম্বরের যে রেটমিলেছে)

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৭.১০% থেকে শুরু

কানাড়া ব্যাঙ্ক: ৭.১৫% থেকে শুরু

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: ৭.২০% থেকে শুরু

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৭.২৫% থেকে শুরু

পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক: ৭.৩০% থেকে শুরু

HDFC ব্যাঙ্ক: ৭.৯০% থেকে শুরু

ফেডারেল ব্যাঙ্ক: ৭.৯০% থেকে শুরু

ICICI ব্যাঙ্ক: ৭.৬৫% থেকে শুরু

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: ৭.০৭% থেকে শুরু

অ্যাক্সিস ব্যাঙ্ক: ৮.২৫% থেকে শুরু

বাজাজ হাউজ়িং ফিনান্স: ৭.১৫% থেকে শুরু

পিএনবি হাউজ়িং ফিনান্স: ৭.২০% থেকে শুরু

LIC housing ফিনান্স: ৭.১৫% থেকে শুরু


You might also like!