
জেদ্দা, ৯ জানুয়ারি : সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল রিয়াল মাদ্রিদ আতলেতিকোর বিরুদ্ধে। দারুণ এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।
চোটাক্রান্ত কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরের প্রথম দুই ম্যাচে জিতল রিয়াল। দ্বিতীয়ার্ধে ভালভের্দে ও রদ্রিগো রিয়ালের হয়ে গোল দুটি করার পর আতলেতিকোর হয়ে ব্যবধান কমান আলেকসান্দার সরলথ। ম্যাচে কিন্তু বল দখল ও লক্ষ্যে শট সব কিছুতেই এগিয়ে ছিল আতলেতিকো। প্রায় ৫৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা। ৫টি ঠেকিয়ে দেন কোর্তোয়া। রিয়ালের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল। এই মাঠেই আগামী রবিবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপাধারী বার্সিলোনার মুখোমুখি হবে রিয়াল। আগের দিন অন্য সেমি-ফাইনালে আতলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে বার্সিলোনা। এই নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হবে বার্সিলোনা ও রিয়াল। গত বছর রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল কাতালান দলটি।
