Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

17 hours ago

Spanish Super Cup: স্প্যানিশ সুপার কাপ, আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

Real Madrid vs Barcelona final confirmed after Alonso’s men beat Atletico
Real Madrid vs Barcelona final confirmed after Alonso’s men beat Atletico

 

জেদ্দা, ৯ জানুয়ারি : সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল রিয়াল মাদ্রিদ আতলেতিকোর বিরুদ্ধে। দারুণ এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।
চোটাক্রান্ত কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরের প্রথম দুই ম্যাচে জিতল রিয়াল। দ্বিতীয়ার্ধে ভালভের্দে ও রদ্রিগো রিয়ালের হয়ে গোল দুটি করার পর আতলেতিকোর হয়ে ব্যবধান কমান আলেকসান্দার সরলথ। ম্যাচে কিন্তু বল দখল ও লক্ষ্যে শট সব কিছুতেই এগিয়ে ছিল আতলেতিকো। প্রায় ৫৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা। ৫টি ঠেকিয়ে দেন কোর্তোয়া। রিয়ালের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল। এই মাঠেই আগামী রবিবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপাধারী বার্সিলোনার মুখোমুখি হবে রিয়াল। আগের দিন অন্য সেমি-ফাইনালে আতলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে বার্সিলোনা। এই নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হবে বার্সিলোনা ও রিয়াল। গত বছর রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল কাতালান দলটি।

You might also like!