Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

1 week ago

Gas Cylinder Explodes: বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর

Senior Analyst Aravind Dies in Explosion
Senior Analyst Aravind Dies in Explosion

 

বেঙ্গালুরু, ৩০ ডিসেম্বর : গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক তরুণের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিন জন। সোমবার রাতে বেঙ্গালুরুর একটি বহুতলের একতলায় সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। মারা গিয়েছেন অরবিন্দ নামে ২৩ বছরের এক তরুণ। তিনি কর্নাটকের বল্লারির বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। কুন্ডালাহাল্লি এলাকায় ওই বহুতলে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। পুলিশ জানাচ্ছে, সাত তলা ওই বাড়িটিতে মোট ৪৩টি ঘর রয়েছে। অনেকেই সেখানে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। সিলিন্ডার ফেটে ওই বাড়িটির একতলার একটি ঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে চার জন গুরুতর দগ্ধ হয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অরবিন্দকে মৃত ঘোষণা করা হয়। কী করে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

You might also like!