Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

18 hours ago

WPL 2026 Opening Ceremony: শুক্রবার মহিলা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, ভাদোদরায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই-ব্যাঙ্গালুরু

Smriti Mandhana and Harmanpreet Kaur
Smriti Mandhana and Harmanpreet Kaur

 

মুম্বই, ৯ জানুয়ারি : ২০২৬ সালের মহিলা প্রিমিয়ার লিগের চতুর্থ আসর শুক্রবার শুরু হচ্ছে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবার নতুন স্থান হয়েছে-নবি মুম্বই ও ভদোদরা। প্রথমে নভি মুম্বই, তারপর ভদোদরায় খেলা হবে। শুরুতে সব ম্যাচ হবে নভি মুম্বইয়ে। তারপর ভদোদরায় বাকি ম্যাচগুলি হবে। শুক্রবার ভদোদরায় হবে উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে খেলবে মুম্বই ও বেঙ্গালুরু। এই মাঠে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। উল্লেখ্য গতবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস। হরমনপ্রীত কউরের নেতৃত্বে দ্বিতীয় খেতাব জেতে মুম্বই।

You might also like!