Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

1 week ago

Aahana S Kumra: শীতের কাঁপুনিতেও সাহসী লুকে কামব্যাক! হিমাঙ্কে জলকেলি সুন্দরী নায়িকার, লাস্যময়ী রূপ দেখে ঘুম উড়ল ভক্তদের

Aahana S Kumra
Aahana S Kumra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   বর্ষশেষে ছুটি কাটাতে ব্যস্ত অভিনেত্রী অহনা কুমরা। জর্জিয়ার বুকে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। আর সেই ভ্যাকেশনের একগুচ্ছ ছবিই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের। কেন? জর্জিয়ায় মারাত্মক ঠান্ডাতেও চুটিয়ে ছুটি কাটাচ্ছেন অহনা। আর তা যেমন তেমনভাবে নয়, চারিদিকে হচ্ছে তুষারপাত আর তার মধ্যেই এক্কেবারে কালো ও গোলাপি কনট্রাস্ট বিকিনিতে সেজে ধরা দিলেন অহনা।অভিনেত্রীর এহেন বোল্ড লুকে ঘায়েল নেটপাড়া। বরফের মাঝে শুধু ছবি তুলেই শান্ত হননি অহনা। নেমে পড়েছেন সুইমিং পুলেও। তবে হাড়কাঁপানো ঠান্ডা তাঁকে একেবারেই দমাতে পারেনি। অহনার মুখেচোখে সেইছাপ নেই একেবারেই। বরং প্রাণখোলা হাসিতে একগুচ্ছ ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি অনুরাগীদের। অহনার এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। আর তা দেখে নেটিজেন থেকে অহনার সহকর্মী-বন্ধু সকলেই প্রশ্ন করেছেন তাঁকে ‘তোমার ঠান্ডা লাগছে না?’ বলে রাখা ভালো, মাঝেমাঝেই নিজের জীবনের নানা রঙিন মুহূর্ত সোশাল মিডিয়ায় তুলে ধরেন।

উল্লেখ্য, ‘রাইজ অ্যান্ড ফল’ রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছিলেন অহনা। সেখান থেকে চর্চায় উঠে এসেছিল ব্যক্তিগত জীবন। পরবর্তীতে ‘ধুরন্ধর’খ্যাত অভিনেতা ড্যানিশ প্যান্ডরের সঙ্গে অহনাকে নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। যদিও সেসবে কান দেননি অভিনেত্রী। আর এবার সোশাল মিডিয়ায় তুষারাবৃত জায়গায় বিকিনি পরা ছবি পোস্ট করে ফের চর্চায় অভিনেত্রী। যদিও অনেকের মত অহনার এই ছবি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এমনকী অহনার ওই পোস্টে সেই প্রশ্নও ছুঁড়েছেন অনেকে। যদিও তা নিয়ে এখনও নিরুত্তর অভিনেত্রী।

You might also like!