Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

1 week ago

A R Rahman: এআর রহমানের কলকাতা কনসার্ট স্থগিত, জানুয়ারির টিকিটের অর্থ ফেরত মিলবে কীভাবে?

A R Rahman
A R Rahman

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নতুন বছরে স্বনামধন্য সঙ্গীত পরিচালক ও গায়ক এ আর রহমানের কনসার্টকে ঘিরে কলকাতার সঙ্গীতপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছিল, তা আপাতত কিছুটা স্তিমিত। জানা গেছে, ১১ই জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শোটি আপাতত পিছিয়ে ১১ই  এপ্রিল করা হয়েছে। এতদিন কলকাতার সঙ্গীতপ্রেমীরা ১৩ বছরের অপেক্ষার পর এ আর রহমানকে শহরে কনসার্টে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জানুয়ারি মাসের নির্ধারিত তারিখে তিনি আসবেন না। অনুষ্ঠানের নতুন তারিখ ১১ই  এপ্রিল নির্ধারণ করা হয়েছে। 

উল্লেখ্য, তেরো বছর পর কলকাতায় শো করতে আসার কথা ছিল এ আর রহমানের। তবে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, জানুয়ারি মাসের নির্ধারিত দিনে কলকাতায় আসছেন না তিনি। তার বদলে ১১ই এপ্রিল আসবেন তিনি।  যারা এপ্রিল মাসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও রয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটে আগামী ৩০ জানুয়ারির মধ্যে ইমেল করলে টাকা ফেরত পাওয়া যাবে।

অন্যদিকে, টিকিট বিক্রি নিয়ে শোনা যাচ্ছে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি। অনেকে প্রশ্ন তুলছেন, বর্তমান সময়ে বিভিন্ন শো-এ ঘটতে থাকা অপ্রীতিকর ঘটনার কারণে কি এ আর রহমান কলকাতার শো পিছিয়েছেন। বিশেষত সাম্প্রতিক মেসিকাণ্ড এবং অন্যান্য অসুস্থতার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। তবে ২০২৬ সালের শুরু থেকে এ আর রহমানের ভারত ও মধ্যপ্রাচ্যভিত্তিক সঙ্গীত সফরের তালিকায় কলকাতা, আবুধাবি, চেন্নাই ও আহমেদাবাদসহ বিভিন্ন শহরের কনসার্ট ঘোষণা করা হয়েছিল। শেষ মুহূর্তে তারিখ পরিবর্তন হলেও সঙ্গীতপ্রেমীদের জন্য এটি একটি অপেক্ষিত মুহূর্ত হিসেবে থাকবে। 








You might also like!