Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

5 days ago

Mathura RSS Meeting : ট্রেনে মথুরা পৌঁছলেন সরসঙ্ঘচালক, থাকবেন ১০ জানুয়ারি পর্যন্ত

Rashtriya Swayamsewak Sangh (RSS) chief Mohan Bhagwat
Rashtriya Swayamsewak Sangh (RSS) chief Mohan Bhagwat

 

মথুরা, ৪ জানুয়ারি : ট্রেনে মথুরা পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত রবিবার সকালে মথুরায় পৌঁছন। সেখান থেকে বৃন্দাবনের কেশব ধামে রওনা হন। যেখানে তিনি ৪ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত থাকবেন। মোহন ভাগবত ৭ দিনের সর্বভারতীয় আরএসএস কার্যনির্বাহী বৈঠকে পৌরহিত্য করবেন, যেখানে ৫০ জন পদাধিকারী উপস্থিত থাকবেন, প্রকল্পগুলি পর্যালোচনা এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। মোহন ভাগবত অক্ষয় পত্র ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন।

You might also like!