Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

5 days ago

Home-made under eye cream: বয়সের ছাপ চোখের নিচে? ঘরোয়া উপায়ে তৈরি আন্ডারআই ক্রিমেই মিলতে পারে সমাধান

3-Ingredient Under Eye Cream
3-Ingredient Under Eye Cream

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বয়স ৪০ পেরোলেই ত্বকে নানা পরিবর্তন ধরা পড়তে শুরু করে। কর্মব্যস্ত জীবন, মানসিক চাপ, অনিয়মিত খাওয়াদাওয়া এবং ঘুমের অভাবের প্রভাব সবচেয়ে আগে পড়ে চোখের চারপাশে। চোখের নিচে ফোলা ভাব, ডার্ক সার্কেল ও বলিরেখা দেখা দিলে মুখ অনেকটাই বয়স্ক দেখাতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারচলতি আন্ডারআই ক্রিম ব্যবহার করেন। তবে বহু ক্ষেত্রেই সেগুলি প্রত্যাশিত ফল দেয় না। ত্বক বিশেষজ্ঞদের মতে, রাসায়নিক উপাদানযুক্ত ক্রিম সংবেদনশীল আন্ডারআই অংশের জন্য সবসময় উপযোগী নাও হতে পারে। বরং ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আন্ডারআই ক্রিম নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে মিলতে পারে উপকার।


∆ কেন চোখের কোলে বলিরেখা দেখা দেয়?

১। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কিছু পরিবর্তন হয়। কোষ বিভাজন ধীর গতিতে হতে থাকে। ফলে ত্বকের উপরের স্তর পাতলা হয়ে আসে।

২। ত্বকের সবচেয়ে গভীরের স্তর ঝুলে পড়ায় অন্য স্তরের উপরেও তার প্রভাব পড়ে।

৩। তৈলগ্রন্থি শুকিয়ে যেতে থাকে। ফলে ত্বক

∆ কী ভাবে ঠিক করবেন এই সমস্যা?

বলিরেখার মোকাবিলা করতে হলে প্রথমেই বাদ দিতে হবে সেই সব বদভ্যাস, যার কারণে বলিরেখা পড়ে। যদি সব সময়েই চোখের কোল ফোলা দেখায় তা হলে ডায়েটের দিকে নজর দিতে হবে। ত্বকে স্বাস্থ্যকর তেল লাগানোর পাশাপাশি ডায়েটে রাখতে হবে অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার।

∆ কী কী লাগবে আন্ডার আই ক্রিম বানাতে? 

১। ভিটানিমন ই ক্যাপসুল: ২টি (ত্বকে পুষ্টি জোগায়)

২। থাইম এসেনশিয়াল অয়েল: ২ ফোঁটা (কার্যকর অ্যান্টিঅক্সিড্যান্ট)

৩। নারকেল তেল: ১ চা চামচ (ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে)

∆ কী ভাবে লাগাবেন?

তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। চোখের চারপাশে দু’হাতের অনামিকা দিয়ে ঘড়ির কাঁটার দিকে মাসাজ করুন। খেয়াল রাখবেন, যেন চোখে ঢুকে না যায়। ভেজা পেপার টাওয়েল দিয়ে আলতো মুছে নিন। ঘুমোতে যাওয়ার ১-২ ঘণ্টা আগে মাখুন রোজ। বলিরেখার পাশাপাশি চোখের তলার কালি থেকেও মুক্তি পাবেন।

You might also like!