Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

West Bengal

1 week ago

Mamata Banerjee: শিলিগুড়িতে বাংলার সর্ববৃহৎ মহাকাল মন্দির, শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা মমতার

TMC supremo and Bengal CM Mamata Banerjee
TMC supremo and Bengal CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সাম্প্রতিককালে  শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে তিনি সেই মন্দিরের শিলান্যাসের দিনক্ষণও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, “জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শিলান্যাস করব। পুজোর দিন আমি মনে মনে ঠিক করে ফেলেছি।”

চলতি বছরের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বারবার উত্তরবঙ্গ সফর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরের মাঝেই তিনি দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন এবং শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি করার কথা ঘোষণা করেন।  বলেছিলেন, “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”  

সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বলেন, “একটা সুখবর দিই। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস করব। জমি আমি দেখে নিয়েছি। রেডি করে দিয়েছি। পুজোর দিন মনে মনে ঠিক করে ফেলেছি। ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা করতে হবে। টাকাও জোগাড় হয়ে গিয়েছে। আমি বাজে কথা কম বলি।” প্রসঙ্গত উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দিরের নির্মাণের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির। দুর্গা অঙ্গনের শিলান্যাস ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মমতার মতে, আগামী দুই বছরের মধ্যে মন্দিরের কাজ সম্পন্ন হবে। 


You might also like!