Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

1 week ago

Africa Cup of Nations 2025: আফ্রিকান নেশন্স কাপ, জয় পেল মোজাম্বিক

Mozambique
Mozambique

 

মারাকেচ, ২৯ ডিসেম্বর : সেই ১৯৮৬ সালে আফ্রিকা নেশন্স কাপে জয় পেয়েছিল মোজাম্বিক। এরপর চার দশকেরও বেশি সময় তারা জয় থেকে বঞ্চিত ছিল। অবশেষে ঘটলো সেই অপেক্ষার অবসান। চার দশক পর আফ্রিকান কাপ অব নেশন্স লিগে জয় পেল মোজাম্বিক। আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ পর্বের ম্যাচে গ্যাবনকে ৩-২ গোলে হারিয়ে ৪০ বছর পর জয়ের দেখা পেয়েছে মোজাম্বিক। ফাইসাল বাঙ্গাল, জেনি কাটামো ও দিয়েগো ক্যারিলার গোলে ঐতিহাসিক জয় পায় তারা। অন্যদিকে গ্যাবনের হয়ে একটি করে গোল করেছেন পিয়েরে এমেরিক আবামেয়াং ও অ্যালেক্স মুকেতু মুসুন্দা। মোজাম্বিকের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছে গ্যাবনের। দুই ম্যাচ খেলে কোনও জয় পায়নি তারা। শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা। আর এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান আছে মোজাম্বিক। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আইভরি কোস্ট। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে ক্যামেরুন।

You might also like!