Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

1 week ago

Vijay: বিমানবন্দরে অনিয়ন্ত্রিত ভিড়, চরম বিপাকে থলপতি বিজয়—ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

TVK chief Vijay falls at airport
TVK chief Vijay falls at airport

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চেন্নাই বিমানবন্দরে ফের একবার ভক্তদের উন্মাদনার মুখে পড়লেন দক্ষিণী সিনেমার সুপারস্টার তথা রাজনীতিক থলপতি বিজয়। রবিবার রাতে মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরতেই বিমানবন্দরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য ভিড় জমান অসংখ্য ভক্ত। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ভিড়ের চাপে এক সময় মাটিতে পড়ে যান বিজয়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরোনোর সময় বিজয়ের গাড়ি ঘিরে ফেলেছেন ভক্তরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ থাকা সত্ত্বেও ভিড় সামলানো সম্ভব হয়নি। প্রবল চাপের মধ্যে ভারসাম্য হারিয়ে পড়ে যান অভিনেতা। যদিও গুরুতর আঘাত পাননি তিনি। দ্রুত তাঁকে তুলে ধরে গাড়িতে বসিয়ে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগের দিন মালয়েশিয়ায় নিজের আসন্ন ছবি ‘জন নয়াগন’-এর অডিও লঞ্চে অংশ নেন বিজয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় এক লক্ষ মানুষ। মালয়েশিয়ার ইতিহাসে কোনও ছবির অডিও লঞ্চে এত মানুষের জমায়েত আগে দেখা যায়নি বলেই জানা যাচ্ছে। সেই কর্মসূচি শেষ করেই তিনি ভারতে ফেরেন। 

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরেই বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদপিষ্টের ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। তামিলনাড়ুর কারুরে আয়োজিত ওই সভায় অনুমানের তুলনায় বহু গুণ বেশি মানুষের ভিড় জমায় পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। ভিড়ের চাপে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণহানির ঘটনাও ঘটে। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা থাকতেই বিমানবন্দরের এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। 

You might also like!