Game

5 hours ago

Women’s World Cup 2025: মহিলা ওয়ানডে বিশ্বকাপ, বৃষ্টিতে ভেসে গেল ভারত-বাংলাদেশ ম্যাচ

India vs Bangladesh, Women’s World Cup 2025
India vs Bangladesh, Women’s World Cup 2025

 

কলকাতা, ২৭ অক্টোবর : বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। বৃষ্টির নিয়মে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। জবাবে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল ভারত। মাত্র ৮.৪ ওভারেই বিনা উইকেটে ৫৭ রান করে ফেলেছিল তারা। তবে আবারও বৃষ্টি এলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশের হয়ে শারমিন আক্তারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান। ২৬ রান করেন মোস্তারি। ভারতের হয়ে দারুণ বোলিং করেন রাধা যাদব। ৬ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। জবাবে মান্ধানা ও কাউরের ব্যাটে মাত্র ৮.৪ ওভারেই ৫৭ রান তুলে নেয় এই জুটি। তবে আবারও বৃষ্টি এলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। মাধানা ৩৪ এবং কাউর ১৫ রানে অপরাজিত ছিলেন। এদিকে সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের জন্য, ম্যাচটি ছিল নিয়মরক্ষার। আর ৭ ম্যাচে ১ জয় নিয়ে টেবিলের সাতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।

You might also like!