
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হচ্ছে কাল থেকেই। নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার রাতেই ফ্রিজ় করা হবে ভোটার তালিকা। দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
এদিন কমিশনের তরফে জানানো হল যে দ্বিতীয় পর্বে SIR হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান নিকোবরে। অসমের এনআরসি প্রায় শেষের পথে। সেখানের নিজস্ব বিধানও রয়েছে। তাই সেখানে হচ্ছে না SIR। জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, বিরাট কর্মযজ্ঞে আন্দামান ও নিকোবর, বাংলা, ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ, পুদুচেরিতে প্রায় ৫ লক্ষেরও বেশি BLA কাজে যোগ দেবেন।
এদিন কমিশন জানিয়েছে, SIR বাস্তবায়নে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপা। একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ। যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। অন্যদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।
জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ২০০৩ সালের সূচিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের আর কোনও কাগজ দিতে হবে না। নিজের নাম না থাকলেও যদি বাবা-মায়ের নাম থাকে, তা হলে আর কাগজ দিতে হবে না। কমিশনের সাইটে গিয়ে এই ‘ম্যাচিং’ ভোটারেরা নিজেরাই করতে পারবেন বলেও জানানো হয়েছে। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কাজ ভালো হয়েছে বলেও সাংবাদিক বৈঠকে জানায় কমিশন।
