
লখনউ, ২৫ অক্টোবর : হাথরাস থেকে প্রশাসনিক বৈঠক সেরে ফেরার পথে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়লেন উত্তর প্রদেশের মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী বেবিরানি মৌর্য। শুক্রবার রাতে এক্সপ্রেসওয়ে দিয়ে লখনউ যাওয়ার পথে ঘটনাটি ঘটে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ট্রাকের সংঘর্ষে অল্পের জন্য বেঁচে যান উত্তর প্রদেশের মন্ত্রী। রাস্তার কাজের জন্য এক্সপ্রেসওয়ের একাংশে গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হয়। ফলে সমস্ত গাড়িই একটি লেন দিয়ে যাতায়াত করছিল। সেই সময়েই একটি দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। তবে গাড়ি চালকের দক্ষতায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রী অক্ষত রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে পুলিশ আটক করেছে। মন্ত্রী বেবিরানি মৌর্যকে অন্য একটি গাড়িতে করে লখনউ পাঠানোর ব্যবস্থা করা হয়।
