Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

3 hours ago

Tejashwi Yadav: বিহারের জনগণ পরিবর্তনের পক্ষে মনস্থির করেছেন,তেজস্বী যাদব

Tejashwi Yadav
Tejashwi Yadav

 

পাটনা, ২৫ অক্টোবর : বিহারে এবারের বিধানসভা নির্বাচনে মহাজোটের জয় নিয়ে আশাবাদী তেজস্বী যাদব। শনিবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব বলেন, বিহারের জনগণ পরিবর্তনের পক্ষে নিজেদের মনস্থির করেছেন। তেজস্বী এদিন বলেন, 'বিহারের জনতা পরিবর্তনের মেজাজে আছে। এবার পুরো পরিবেশ মহাজোটের পক্ষে।" খাগারিয়ায় তাঁর জনসভা বাতিলের বিষয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "একনায়কতন্ত্র চলছে এবং আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।"

প্রধানমন্ত্রী মোদীর বিহার সফর সম্পর্কে তিনি বলেন, "গতকাল প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন। তাঁর বক্তৃতার প্রতিটি বাক্য এবং শব্দ ছিল নেতিবাচক। তিনি ইতিবাচক কিছু বলেননি। আমরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, আপনি গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রী, কিন্তু আপনি বিহারকে কী দিয়েছেন? আপনি গুজরাটে কারখানা স্থাপন করেছেন, কিন্তু আপনি বিহারে জয় চান, তা ঘটবে না। বিহার প্রতিটি দিক থেকে গুজরাটের চেয়ে বড়। প্রধানমন্ত্রী কেবল বিহারকে প্রতারণা করার জন্য কাজ করেছেন। তিনি গুজরাটকে যা কিছু দিয়েছেন, তার ১শতাংশও তিনি বিহারকে দেননি। বিহারের মানুষ সবকিছুর জন্য জবাবদিহিতা দাবি করছে, এবং প্রধানমন্ত্রীর কাছে কোনও উত্তর নেই। আমরা যখন থেকে অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছি, তখন থেকেই এনডিএ-র লোকজন ট্রোল করা শুরু করেছে, যার অর্থ বিজেপির লোকজন অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়কে ঘৃণা করতে শুরু করেছে।"

You might also like!