Game

5 hours ago

La Liga 2025-26: মরসুমের প্রথম ক্লাসিকোতেই জয় পেল রিয়াল

Real Madrid vs Barcelona; La Liga 2025-26:
Real Madrid vs Barcelona; La Liga 2025-26:

 

সান্তিয়াগো, ২৭ অক্টোবর : রবিবারের ম্যাচে আবারও যেন ফিরে এলো মেসি-রোনাল্ডো যুগের সেই উত্তাপ। সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বার্সিলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মরসুমে খেলা সবকটি ম্যাচে বার্সার কাছে হেরেছিল তারা। এবার মরসুমের প্রথম ক্লাসিকোতেই প্রতিশোধ নিল আলোনসোর দল রিয়াল মাদ্রিদ।সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

কিলিয়ান এমবাপের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ফের্মিন লোপেস। প্রথমার্ধেই দলকে আবার এগিয়ে নেন বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে পারেননি এমবাপে। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১০ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন বার্সিলোনা।

You might also like!