
কলকাতা, ২৫ অক্টোবর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। তার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশ কিছু জেলায় হতে পারে ভারী বর্ষণ। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। এই মুহূর্তে গুমোট গরমে নাভিশ্বাস অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। রবিবার এবং সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। এ ছাড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবারও ভারী বৃষ্টি সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায়। বৃহস্পতিবার সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের জন্যেও। কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা উপকূলেও ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।
