
কলকাতা, ২৬ অক্টোবর : ছট পুজো শুরু হতেই আখের চাহিদা এখন তুঙ্গে। পূর্ব বর্ধমান জেলার অম্বিকা-কালনার সমুদ্রগড় আখ বাজারে দেখা যাচ্ছে ভিড়। সেখানকার গোয়ালপাড়াতে আখ বাজার থেকে আখ বোঝাই করে নিয়ে গাড়ি রওনা হচ্ছে বিহার, ঝাড়খন্ড, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। এখন বেশ ভালোরকমের লাভের মুখ দেখছেন সকলেই। এর ফলে চাষী ও ব্যবসায়ীদের মুখে বেশ চওড়া হাসি। কাটোয়া মহকুমার অন্তর্গত কালনার অদূরেই রয়েছে সমুদ্রগড়ের অন্তর্গত গোয়ালপাড়া আখ বাজার। দূর দুরান্ত থেকেই ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন এখানে। বিভিন্ন ফলের মতো আখ ছট পুজোর ডালিতে আপন জায়গা করে নিয়েছে।
