
সিডনি, ২৮ অক্টোবর : তৃতীয় এক দিনের ভারত অস্ট্রেলিয়া ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। আর সেই চোটের জেরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় জন্য তাকে অস্ট্রেলিয়ার সিডনি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। প্রথমে আইসিইউতে ভর্তি করানো হয় ,তারপরে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় এই ব্যাটারকে। জানা গিয়েছে, শ্রেয়সের অবস্থা এখন স্থিতিশীল। রক্তক্ষরণও বন্ধ হয়েছে। সর্বক্ষণ শ্রেয়সের পাশে বোর্ডের চিকিৎসক রিজওয়ান খানকে রেখে দেওয়া হয়েছে। বাকি দল ক্যানবেরায় চলে গিয়েছে। এখনও পর্যন্ত ঠিক নেই শ্রেয়স কবে ভারতে ফিরবেন। আগামী কয়েক দিন তাঁকে সিডনিতেই রাখা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে তবেই দেশের বিমান ধরবেন তিনি।
