দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিওয়ালির উৎসবে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার এনেছে বিএসএনএল। মাত্র ১ টাকার মাসিক রিচার্জে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। দেখে নিন দিওয়ালি বোনাঞ্জা অফারে কী কী থাকছে। বিএসএনএলের এই অফারে দৈনিক ২ জিবি ডেটা মিলবে। সেই সঙ্গে এই মাসিক প্ল্যানে রোজই মিলবে ১০০ এসএমএস। পাশাপাশি আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে সিম অ্যাক্টিভেশন। তবে এই সুবিধা ৪জি উপভোক্তাদেরই জন্য। কেবল দিওয়ালি নয়, তারপরও এই অফার চালু থাকবে। ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত উপভোক্তাদের সুযোগ থাকছে এই অফারের সুবিধা নেওয়ার।
কীভাবে নেবেন এই অফারের সুবিধা?
এই অফারটি যদি আপনার আকর্ষণীয় বলে মনে হয়, তাহলে কী করবেন ভাবছেন? আপনার এলাকার বিএসএনএলের রিটেইলার তথা খুচরো বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন। কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাঁর কাছ থেকে নিয়ে নিন বিএসএনএল ৪জি সিম কার্ড। তারপর তা সক্রিয় হলেই কেল্লা ফতে।
সেপ্টেম্বরে দেশজুড়ে 4G পরিষেবা শুরু বিএসএনএলের
গত মাসেই দেশজুড়ে ফোরজি পরিষেবা শুরু করে ভারত সঞ্চার নিগম লিমিটেড। ওড়িশা থেকে ওই পরিষেবার সূচনা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 4G প্রযুক্তি চেয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের কাছে দরবার করছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের কর্মী সংগঠনগুলি। অবশেষে সেই অনুমোদন দেয় কেন্দ্র। গত কয়েক বছরে দেশজুড়ে প্রায় ৯৮ হাজার ফোর জি টাওয়ার বসানো হয়েছে। সবটাই হয়েছে দেশীয় প্রযুক্তিতে। সুইডেন, ডেনমার্ক, চিন, দক্ষিণ কোরিয়ার পর ভারতই একমাত্র দেশ যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৪জি পরিষেবা শুরু করেছে। বিএসএনএলকে বাঁচাতে ভারত সরকার ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ফোর জি-তেই শেষ নয়, আগামী দিনে ফাইভ জি এবং ৬ জি পরিষেবাও চালু করতে চায় বিএসএনএল। তবে আপাতত ফোকাস ফোর জি-তেই। এই মুহূর্তে বিএসএনএলের ৯০ লক্ষ গ্রাহক পরিষেবা পাবেন।