Game

9 hours ago

Igor Tudor: টানা ৮ ম্যাচে জয়হীন ইউভেন্তুস, চাকরি হারালেন ইগর টুডোর

Igor Tudor, Head Coach of Juventus
Igor Tudor, Head Coach of Juventus

 

তুরিন, ২৮ অক্টোবর : টানা ৮ ম্যাচে হার। চাকরি হারালেন ইগর টুডোর। প্রধান কোচের পদ থেকে তাকে বরখাস্ত করল ইউভেন্তুস। এক বিবৃতিতে সোমবার ৪৩ বছর বয়সী টুডোরকে সরিয়ে দেওয়ার কথা জানায় সেরি আয় রেকর্ড চ্যাম্পিয়নরা।

ক্রোয়াট কোচ টুডোর চলতি বছরের মার্চে থিয়াগো মোত্তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ২০০৬-০৭ মরসুমে দিদিয়ে দেশমের পর তিনিই ছিলেন ইউভেন্তুসের প্রথম বিদেশি কোচ। তার কোচিংয়ে গত মরসুমে চার নম্বরে থেকে সেরি আ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পায় ইউভেন্তুস।

এই মরসুমের শুরুটা বেশ ভালো ছিল তাদের। প্রথম তিন ম্যাচেই জয় পায় দলটি। এরপরই পথ হারিয়ে ফেলে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে জয় নেই তাদের। সেরি আ'তে আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার অষ্টম স্থানে, শীর্ষে থাকা নাপোলির চেয়ে পিছিয়ে পড়েছে ৬ পয়েন্টে। আর চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে ইউভেন্তুস।

You might also like!