
পাটনা, ২৪ অক্টোবর : বিধানসভা নির্বাচনের আগে বিহারে বিরোধীদের মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হয়েছে। আর উপ-মুখ্যমন্ত্রী হিসেবে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানির নাম ঘোষণা করা হয়েছে। আর তাতেই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান।
শুক্রবার কটাক্ষ করে চিরাগ বলেন, "তাঁরা কেবল নিজেদের ভোট ব্যাঙ্ক ধরে রাখতে চায়। তাঁরা মুসলমানদের কথা বলে, কিন্তু যখন তাঁদের প্রতিনিধিত্ব দেওয়ার কথা আসে, তখন তাঁরা কিছুই দেয় না। মুকেশ সাহানিকে উপ-মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু তিনি তাঁর সম্প্রদায়ের লোকজনের প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়ে চিন্তা করেন না। যারা প্রচারে বের হননি, তাঁরা বিহারিদের জন্য কীভাবে কাজ করবেন? মহাজোটে, লড়াই কেবল তাঁদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্য।"
চিরাগ আরও বলেন, "এই সেই আরজেডি, যাদের আমার বাবা ২০০৫ সালে বলেছিলেন, তাঁদের একজন মুসলিমকে মুখ্যমন্ত্রী করা উচিত। কেন তাঁরা একজন মুসলিমকে মুখ্যমন্ত্রী করেনি? তাঁরা বলে অন্য কিছু আর করে অন্য কিছু। তাঁদের কাছে, মুসলমানরা কেবল ভোটব্যাঙ্ক। মুসলমানদের এটা বোঝা উচিত এবং আমাদের সরকার যে পরিকল্পনাগুলি প্রদান করে তা সকলের জন্য সুবিধা প্রদানের লক্ষ্যে।"
