kolkata

12 hours ago

Weather Forcast: আপাতত শুষ্কই থাকবে দক্ষিণ ও উত্তরবঙ্গ, সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টি প্রত্যাশিত

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২১ অক্টোবর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কিছু দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, চলতি সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার সমুদ্রঘেঁষা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।

এদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্র উত্তাল রয়েছে। নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরে। তা আগামী কয়েক দিনের মধ্যে নিম্নচাপে ঘনীভূত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২৩ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের করা হয়েছে সতর্ক।

You might also like!