Country

2 hours ago

Tej Pratap Yadav: হেলমেট না পরার শাস্তি, তেজ প্রতাপকে ৪ হাজার টাকা জরিমানা

Tej Pratap Yadav
Tej Pratap Yadav

 

পাটনা, ১৬ মার্চ : হেলমেট না পরার শাস্তি পেলেন আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব। শনিবার মুখ্যমন্ত্রীর ভবনের আশেপাশে স্কুটার চালানোর সময় হেলমেট না পরার জন্য আরজেডি বিধায়ক তেজ প্রতাপ যাদবের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ ৪০০০ টাকার চালান জারি করেছে। স্কুটারটিতে মেয়াদোত্তীর্ণ বীমা এবং দূষণ শংসাপত্র ছিল। রবিবার ট্রাফিক পুলিশের এসএইচও ব্রজেশ কুমার চৌহান বলেন, "সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন আরোহী হেলমেট ছাড়াই স্কুটার চালাচ্ছেন। বীমা এবং দূষণ শংসাপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে। মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়েছে।"


You might also like!