Technology

8 hours ago

Starlink internet: ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা এ বার ভারতেও,এয়ারটেলের সঙ্গে চুক্তি

Starlink Satellite Internet India
Starlink Satellite Internet India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের হাই স্পিড ইন্টারনেট পরিষেবায় বড় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে। স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি করেছে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। দেশের দুই বৃহৎ টেলিকম সার্ভিস প্রোভাইডারের মাধ্যমেই স্টারলিঙ্কের পরিষেবা মিলবে ভারতে। রেগুলেটরি অথোরিটি এ ব্যাপারে অনুমোদন দিলেই ভারতে পরিষেবা শুরু করতে পারবে স্টারলিঙ্ক।

গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট (GMPCS) লাইসেন্স এবং কার্যক্রম শুরু করার আগে টেলিযোগাযোগ বিভাগের (DoT) থেকে সংশ্লিষ্ট স্পেকট্রাম বরাদ্দের প্রয়োজন হয়। জানা গিয়েছে, স্টারলিংক মূল আইনে রাজি হলেও, আন্তর্জাতিক সীমান্তের কাছে পর্যবেক্ষণ অঞ্চল স্থাপনের মতো কিছু শর্ত এখনও আলোচনার অধীনে রয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে ইটির প্রতিবেদনে বলা হয়েছে যে, “স্টারলিংক ভারতে তার নেটওয়ার্ক নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করতেও সম্মত হয়েছে এবং তারা ভারতের সাথে স্থল সীমান্ত ভাগ করে নেওয়া দেশগুলির গেটওয়ের মাধ্যমে ডেটা রাউটিং করবে না।”

ভারতের স্থলসীমান্ত দেশগুলিতে মাস্কের কোম্পানির বর্তমানে কোনও প্রবেশপথ নেই। তবে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে যে, ভবিষ্যতে যদি তারা সেখানে প্রবেশপথ স্থাপন করে, তাহলে ভারত-উত্পাদিত ডেটা তাদের মাধ্যমে পাঠানো হবে না। এছাড়াও, ভারতের সার্বভৌম ভূখণ্ডের বাইরের টার্মিনালগুলি পর্যবেক্ষণ করতে অস্বীকৃতি জানিয়েছে স্টারলিংক, এই শর্তটি বর্তমানে সরকারি পর্যালোচনার অধীনে রয়েছে।

আরও একটি জটিলতা রয়েছে বলে জানা গিয়েছে। ভারতের আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পর্যবেক্ষণ অঞ্চল স্থাপন এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কিছু নির্দিষ্ট এলাকা-সহ সারা দেশে পরিষেবা প্রদানে এখনও সম্মত হয়নি স্টারলিংক। স্টারলিংক সরকারকে জানিয়েছে যে, তারা ভারতের সার্বভৌম ভূখণ্ডের বাইরে অবস্থিত টার্মিনাল বা ব্যবহারকারীদের পর্যবেক্ষণ প্রদান করতে রাজি নয়। এই বিষয়ে কেন্দ্র কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

You might also like!