Country

3 hours ago

MP ASI Murder: রেওয়ায় নিহত এএসআই-কে শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধার্ঘ্য পুলিশের শীর্ষ কর্তাদের

Tribute to Asi
Tribute to Asi

 

রেওয়া, ১৬ মার্চ : মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায় গ্রামবাসীদের আক্রমণে নিহত এএসআই রামচরণ গৌতমকে শেষশ্রদ্ধা জানালেন পুলিশের শীর্ষ কর্তারা। রবিবার নিহত এএসআই রামচরণ গৌতমের মরদেহে শ্রদ্ধা জানান পুলিশের পদস্থ কর্মী ও আধিকারিকরা। ডিআইজি সাকেত প্রকাশ পাণ্ডে বলেছেন, "এএসআই রামচরণ গৌতম কর্তব্যরত অবস্থায় নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁকে শ্রদ্ধা জানাই। মধ্যপ্রদেশ পুলিশ তাঁর মতো পুলিশ অফিসারদের জন্য গর্বিত।"

রেওয়া কমিশনার বিএস জামোদ বলেন, "এএসআই রামচরণ গৌতম কর্তব্যরত অবস্থায় নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁর জন্য গর্বিত।" উল্লেখ্য, মৌগঞ্জ জেলার গাদরা গ্রামে অশান্তির খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অঙ্কিতা সুলিয়ার নেতৃত্বে এক দল পুলিশ সেখানে পৌঁছোয়। গ্রামে ঢুকতেই পুলিশকে ঘিরে ধরে বিক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ, তার পর আচমকাই লাঠিসোটা নিয়ে পুলিশ বাহিনীর উপর হামলা চালায় গ্রামবাসীরা। প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীরা ছুটে পালাতে থাকেন। কিন্তু তাঁদের তাড়া করে মারধর করা হয়। এসডিপিও অঙ্কিতা কোনও রকমে একটি বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে নিজের প্রাণ বাঁচান। কিন্তু, প্রাণ হারিয়েছেন এএসআই রামচরণ গৌতম। আহত হয়েছেন আরও অনেক পুলিশ কর্মী।


You might also like!