kolkata

2 hours ago

Behala School Burglary: বেহালার স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ

Robbery in Behala school
Robbery in Behala school

 

বেহালা, ১৬ মার্চ : বেহালার একটি স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ। স্কুলের কেয়ারটেকার রবিবার স্কুলে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে আছে প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর। স্কুল কর্তৃপক্ষর তরফে জানা গেছে, লোহার গেট কেটে চুরি করা হয়ে থাকতে পারে। স্কুল সূত্রে জানা গেছে, দোল উপলক্ষ্যে বিদ্যালয়ে ছুটি ছিল। এদিন সকালে কেয়ারটেকার বিদ্যালয়ে এসে দেখেন স্কুলের গেটের তালা ভাঙা। খবর দেন প্রধান শিক্ষিকাকে। তিনি এসে দেখেন, অ্যাকাউন্টস ও প্রধান শিক্ষিকার ঘরের কোলাপসিবল গেটের তালা ভাঙা। সাতটি আলমারি লন্ডভন্ড করা হয়েছে। তার মধ্যে প্রধান শিক্ষিকার ঘরে থাকা একটি আলমারির লকার ভেঙে প্রায় ১০ হাজার চুরি করা হয়েছে বলে অভিযোগ।


You might also like!