Country

2 hours ago

Justice Joymalya Bagchi: বিচারপতি বাগচীর শপথ সোমবার, কার্যকালের মেয়াদ হবে ৬ বছর

Justice Joymalya Bagchi
Justice Joymalya Bagchi

 

নয়াদিল্লি, ১৬ মার্চ : কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সোমবার, ১৭ মার্চ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেবেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। উপস্থিত থাকবেন শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও। গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম শীর্ষ আদালতের জন্য সুপারিশ করে। গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে। শীর্ষ আদালতে তাঁর কার্যকালের মেয়াদ হবে ৬ বছরের। হিসাব অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি।

You might also like!